শনিবার, ৪ মে, ২০২৪, ঢাকা

চাকরির প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:৩৯ এএম

শেয়ার করুন:

চাকরির প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২

রাজধানীতে সরকারি চাকরির প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-গুলশান বিভাগ।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস।


বিজ্ঞাপন


গ্রেফতাররা হচ্ছেন— মো. রানা হোসেন ওরফে মাসুদ রানা ও মো. আতিউর রহমান আতিক ওরফে শান্তা। এসময় তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র ১৫টি, ব্যাংকের চেক ৯টি, জীবন বৃত্তান্ত ৩৫টি, এনএসআইয়ের ভুয়া আইডিকার্ড ১টি, ব্ল্যাংক স্ট্যাম্প ১২টি, ল্যাপটপ ১টি, মোবাইল ফোন ১০টি, নগদ ১২ হাজার টাকা ও ১০০ টাকা মূল্যের পে-অর্ডার ২টি জব্দ করা হয়।

বার্নাড এরিক বিশ্বাস বলেন, মামলার তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গত বুধবার রাতে রাজধানীর কাফরুল থানার কাজীপাড়া ও ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

কেআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর