images

জাতীয়

১০ টাকার টিকিট কেটে চোখের ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২২, ০২:৩৭ পিএম

সাধারণ মানুষের মতোই কাউন্টার থেকে ১০ টাকার টিকিট কেটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের ডাক্তার দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী। পরে নিচতলায় বহির্বিভাগে টিকিট কাউন্টার থেকে ১০ টাকার টিকিট কাটেন। এ সময় প্রধানমন্ত্রীকে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা অভ্যর্থনা জানান।

PM Sheikh Hasina

>> আরও পড়ুন: দেশে চোখের ছানি রোগীর সংখ্যা ৫ লাখের বেশি

পরে প্রধানমন্ত্রী হাসপাতাল ছেড়ে আসার সময় বহির্বিভাগের নার্স, রোগী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ছাড়াও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেই সঙ্গে চিকিৎসাবিষয়ক খোঁজখবর নেওয়াসহ তাদের সঙ্গে ছবি তোলেন।

PM Sheikh Hasinaএ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে পেরে চিকিৎসকসহ সবাইকে বেশ উৎফুল্ল দেখা যায়।

এর আগে ২০১৯ সালের ২৯ আগস্টও লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখের ডাক্তার দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতোই সরকার নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নেন তিনি।

বিইউ/আইএইচ