images

জাতীয়

গার্ডার চাপায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট ২০২২, ০৯:১৮ পিএম

রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরায় বাস রেপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প এলাকায় ক্রেন দিয়ে গার্ডার তোলার সময় সেটি ছুটে গিয়ে একটি প্রাইভেটকারের ওপর আছড়ে পড়ে। এতে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। সেই সঙ্গে দুজন গুরুতর আহত হন।

আরও পড়ুন: উত্তরায় গার্ডার ভেঙে প্রাইভেটকারে পড়ে নিহত ৫

ওই দুর্ঘটনায় নিহতরা হলেন- রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। তবে নিহত অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া আহত দুজন হলেন- নবদম্পতি হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন জানান, বিআরটি’র গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

জেবি