নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি চেয়ে যশোর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ কারো কাছে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার প্যারোলে মুক্তির বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে না চাইলেও বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের কাছে পাঠানো একটি বক্তব্যে এ কথা জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য উল্লেখ করে এতে বলা হয়েছে, ‘স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি।’
আরও পড়ুন
ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের দাফন সম্পন্ন, মৃত্যু নিয়ে ধোঁয়াশা
৯ মাসের সন্তানকে হত্যার পর ছাত্রলীগ সভাপতির স্ত্রীর আত্মহনন
এই বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ‘সাদ্দামের পারিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়।’
মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে বলেও তাদের পাঠানো বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে উল্লেখ করে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জেবি