নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভকারীদের সেনাবাহিনীর লাঠিচার্জ হালকাভাবে নিচ্ছি না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা।
সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘জুলাইয়ে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নেওয়ায় জনগণ সেনাবাহিনীর উপর অগাধ আস্থা রাখে। এই অবস্থান নিতে বাধ্য করেছিল অসম্ভব দেশপ্রেমিক জুনিয়র অফিসার্স আর কিছু সিনিয়র অফিসারদের কারণে। কিন্তু এই একই সেনাবাহিনীর একাংশের মাধ্যমে হাসিনার পতনের পর লীগের নেতা, বিচারক, সরকারি আমলা, পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৬২৬ জন ব্যক্তিকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। এই সেনাবাহিনীরই একটা অংশ জনতার বুকে গুলি চালিয়েছিলো। তারা কারা এখনো আমরা জানি না।’
আরও পড়ুন: অপরাধী এখনো দেশেই আছে, দাবি জুমার
তিনি আরও লিখেছেন, ‘এই সেনাবাহিনীর সব কাঠামোর বিভিন্ন কর্মকর্তা গুমের সাথে জড়িত বলে গুম কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আমাদের কাছে আসা সব উড়ো খবর বিশ্বাস করিনা বলে সব একেবারেই যে ফেলে দিই এমনও তো না।’
বিক্ষোভে লাঠিচার্জের ঘটনায় তিনি লিখেছেন, ‘গতকাল পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জকেও আমরা খুব হালকাভাবে নিচ্ছি না। সেনাবাহিনীর গণবিরোধী অবস্থানের হেতু এবং কার নির্দেশ স্পষ্ট করতে হবে।’
এমআই