নিজস্ব প্রতিবেদক
০২ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম
শীতের মৌসুম প্রায় শেষের পথে হলেও বাজারে শীতের পোশাকের চাহিদা এখনও চোখে পড়ার মতো। শুক্রবার (২ জানুয়ারি) রাজধানী ঢাকার নিউ মার্কেটে এমন দৃশ্য চোখে পড়ে।ডিসেম্বর মাস পেরোলেও তীব্র শীত অনুভূত হওয়ায় বাজারে শীতের পোশাক বিক্রি থেমে যায়নি। বিশেষ করে সকাল ও রাতে ঠান্ডা থাকায় সোয়েটার, জ্যাকেট, হুডি ও শাল কিনতে এখনও ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, মৌসুমের শুরুতেই শীতের পোশাকের দাম এক দফা বেড়েছিল। এরপর আর নতুন করে দাম বাড়েনি। ফলে এখনকার বিক্রি পুরোটাই স্থিতিশীল দামে হচ্ছে।
আরও পড়ুন: হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল
বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি মানের সোয়েটার ও হুডির দাম এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে রয়েছে। জ্যাকেট ও ভারী পোশাকের দাম কিছুটা বেশি হলেও তা আগের দামের কাছাকাছিই আছে। বিক্রেতারা মনে করছেন, ফেব্রুয়ারির শুরু পর্যন্ত এই চাহিদা থাকতে পারে।
![]()
নিউ মার্কেট এলাকার এক শীতের পোশাক বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘শীতের শুরুতেই কাপড়ের দাম একটু বেড়েছিল। তখনই আমরা দাম ঠিক করেছি। এরপর আর বাড়ানো হয়নি। জানুয়ারিতে এসে বিক্রি কমবে ভেবেছিলাম, কিন্তু এখনও ভালোই যাচ্ছে।’
আরেক ব্যবসায়ী সালাউদ্দিন জানান, এ বছর শীত দেরিতে এসেছে। তাই মানুষ এখনো শীতের পোশাক কিনছে। বিশেষ করে বাচ্চাদের পোশাক বেশি বিক্রি হচ্ছে।
ক্রেতা নাসরিন আক্তার বলেন, ‘ডিসেম্বরে ভাবছিলাম শীত বুঝি বেশি হবে না, তাই কিনিনি। এখন সকালে-রাতে ঠান্ডা লাগছে, তাই বাধ্য হয়ে কিনতে হচ্ছে। দাম বেশি হলেও আর উপায় নেই।’
আরও পড়ুন: মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল
অন্য এক ক্রেতা মাহমুদ হাসান বলেন, ‘দাম আগে থেকেই বেশি ছিল। এখন অন্তত বাড়েনি, এটুকুই স্বস্তি। শীত যদি আরও কিছুদিন থাকে, তাহলে এই পোশাকগুলো কাজে আসবে।’
![]()
সব মিলিয়ে জানুয়ারির শেষ ভাগেও শীতের পোশাকের বাজারে গতি রয়েছে। ব্যবসায়ী ও ক্রেতা উভয় পক্ষই মনে করছেন, মৌসুমের শুরুতেই দাম বাড়লেও এখন বাজার স্থিতিশীল থাকায় কেনাবেচা স্বাভাবিকভাবেই চলছে।
এম/এমআই