images

জাতীয়

নির্বাচনে ‘অপতথ্য নিয়ন্ত্রণ সেল’ গঠনে প্রতিনিধি মনোনয়ন জমার শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপতথ্য নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং সেল গঠনের প্রতিনিধি মনোনয়ন জমার শেষ দিন আজ সোমবার (২২ ডিসেম্বর)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহের কাছ থেকে যোগ্য প্রতিনিধির নামীয় তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়। 

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন। এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক ‘আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহের প্রতিনিধিগণের সমন্বয়ে ‘আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠন করা হবে। 

চিঠিতে বলা হয়েছে, এমতাবস্থায় অভিজ্ঞতাসম্পন্ন প্রতিনিধি (উপ-সচিব/মেজর/পুলিশ সুপার সমমর্যাদার নিচে নয়। মনোনয়ন করে জরুরি ভিত্তিতে নাম ও মোবাইল নম্বর সরবরাহের জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এতে আরও বলা হয়, মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন একই সঙ্গে নিজ নিজ বাহিনীর সংগঠন, চেইন অব কমান্ড, মোতায়নের তথা ইত্যাদি বিষয়ে জ্ঞান সম্পন্ন, সদর দপ্তর থেকে মাঠপর্যায়ে মোতায়েনকৃত সকল প্রতিনিধির সাথে যোগাযোগ স্থাপন ও দক্ষতার সাথে তথ্য আদান প্রদানে সক্ষমতা সম্পন্ন হতে হবে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (২২ ডিসেম্বর) এর মধ্যে প্রতিনিধি মনোনয়ন করে নির্বাচন কমিশনকে জানাতে হবে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এমএইচএইচ/এমআই