images

জাতীয়

হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ এএম

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক নোটিশে ডা. তাজিনকে সাময়িক বরখাস্ত করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. মোতাহার হোসেন ভূঁইয়া।

নোটিশে বলা হয়, ‘আপনি সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আপনাকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ হতে কার্যকর হইবে। আপনাকে কেনো স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।’

এ ছাড়া তাকে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) সেক্রেটারি জেনারেল থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে উদ্দেশ করে বলা হয়, আপনি সম্প্রতি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন যা অগ্রহণযোগ্য। এমতাবস্তায় আপনাকে বিডিএফ এর সেক্রেটারি জেনারেল পদ থেকে সাময়িক বরখাস্ত প্রদান করা হলো।

গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধের পর চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তার মৃত্যুর পরপরই এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওই চিকিৎসকের ফেসবুক আইডি থেকে কমেন্টে ওসমান হাদিকে নিয়ে কটূক্তি করার একটি স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরই জেরে চিকিৎসক তাজিন আফরোজের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

যদিও ডা. তাজিন আফরোজ তার ফেসবুক আইডি হ্যাকিংয়ের কবলে ছিল বলে দাবি করেন। এ নিয়ে পরে নিজের আইডিতে পোস্ট দিয়ে জানান, তার আইডি হ্যাক হয়েছিল, দাবি করা হয়েছিল টাকাও। আর ওসমান হাদিকে শহীদ উল্লেখ করে ছড়িয়ে পড়া মন্তব্যকে তিনি জঘন্য বলে অভিহিত করেন এবং দুঃখপ্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘আজ সকাল থেকে দিনটা প্রচণ্ড খারাপ গিয়েছে। আমি ফেসবুকে খুব বেশি অ্যাকটিভ না, ১৬ ডিসেম্বর লাস্ট একটা দেশাত্মবোধক গান পোস্ট করি এবং তারপর দেখি যে মেসেঞ্জারে কিছু অপরিচিত আইডি থেকে আমাকে গালাগালি করা হয় এবং আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়। দীর্ঘ ২-৩ দিন প্রচেষ্টার পর আমি আজ সকালে আমার আইডিটি ফেরত পেতে সক্ষম হই।’

তিনি আরও বলেন, ‘আশ্চর্যজনকভাবে এরই মধ্যে বেশ কিছু লোকজনের কাছে আমার পক্ষ থেকে টাকাপয়সা চাওয়া হয় এবং কিছু মানুষের পোস্টে আমার বরাত দিয়ে শহীদ ওসমান হাদিকে নিয়ে কিছু জঘন্য কথাবার্তা বলা হয়। আমি একজন পর্দা মানা, ৫ ওয়াক্ত নামাজ পরা হাজী মানুষ, ইসলামের পথে যুদ্ধ করা একজন শহীদ ব্যক্তিকে নিয়ে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা উচ্চারণ করার আমার প্রশ্নই আসে না।’

‘যারা আমাকে কাছ থেকে চিনেন, আমার আত্মীয়স্বজন, ছাত্র-ছাত্রী ও সতীর্থ, তারা এই ব্যাপারে আমার হয়ে গ্যারান্টি দিতে পারবেন। যদিও আইডি হ্যাক হওয়া আমার হাতে ছিল না, আমার বরাত দিয়ে যেখানে যেখানে আমাকে ফাঁসানোর জন্য খারাপ কমেন্ট করা হয়েছে ও টাকাপয়সা চাওয়া হয়েছে, তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

এসএইচ/এমআই