নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন মডেল থানায় হওয়া মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানার দায়েরকৃত একটি মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি মতিঝিল বিভাগ তদন্ত করবে।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া জানান, গতকাল (রোববার) রাতে ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানা একটি মামলা হয়। মামলাটি আজ ডিবি মতিঝিল বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলায় একজনকেই আসামি করা হয়েছে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে রিকশা করে যাওয়ার সময় হাদিকে খুব কাছ থেকে তার মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্ন চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সিঙ্গাপুর।
অন্যদিকে হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মোটরসাইকেলের মালিকসহ তিনজনকে প্রথমে আটক করা হয়। পরে আটক করা হয় শ্যুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে।
তবে ঘটনার মূল অভিযুক্ত ফয়সাল এবং তাকে বহনকারী মোটরসাইকেলের চালক এখনো অধরা। তারা দুজন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে।
একেএস/এএইচ