ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবিতে আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ আলটিমেটাম দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
বিজ্ঞাপন
তিনি বলেন, দওসমান শরিফ হাদির ওপর হামলাকারী, পরিকল্পনাকারী, নেপথ্যে যারা ছিল, তাদের গ্রেফতার এবং এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে।’
এর আগে সোমবার দুপুরে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি নিয়ে সচিবালয়ে যান ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল। দুপুর ২টায় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার দফতরে বৈঠকে বসেন।
তার আগে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সামনে থেকে সাদিক কায়েমের নেতৃত্ব বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। তারা নানা স্লোগানও দেন।
বিজ্ঞাপন
এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন ডাকসুর ভিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েম।
বিইউ/এএইচ
