জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
রাজধানীর শাহআলী এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকার শাহআলী থানার তুরাগ সিটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি শেখ মহিউদ্দিন আজম ওরফে আজম (২৮)।
ডিবি-গুলশান বিভাগ সূত্র জানায়, শাহআলী থানাধীন তুরাগ সিটি আবাসিক এলাকার তুরাগ জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে মাদক কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত শেখ মহিউদ্দিন আজম একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমআইকে/এমআই