ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় শেরপুর নালিতাবাড়ী বর্ডার এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও, মোটরসাইকেলে এসে গুলির ঘটনায় মোটরসাইকেল মালিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম জানান এমন তথ্য জানান।
পুলিশের দাবি, শেরপুর থেকে আটক করা দুইজন বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পথে লোক পারাপার চক্রের সদস্য। তারা হাদির ওপর হামলাকারী ব্যক্তিকে বর্ডার দিয়ে পার করতে পারে এমন সন্দেহে আমরা তাদের আটক করে নিয়ে এসেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আমরা আরও বিস্তারিত তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম জানান, হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সেজন্য তাদের পাসপোর্ট নম্বর সংরক্ষণ করা হয়েছে। দেশের প্রতিটি বর্ডারে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। আমরা বিজিবিকে মেসেজ দিয়ে। কোনোভাবেই যেন সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালাতে না পারে।
তিনি আরও বলেন, শেরপুর নালিতাবাড়ী থেকে বর্ডার পার করে ভারতে প্রবেশ করানো চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। এদের পাশাপাশি মোটরসাইকেল উদ্ধারের পর এর মালিক আব্দুল হান্নানকে র্যাব গ্রেফতার করে আমাদের হাতে হস্তান্তর করেছে। যারা এ ঘটনায় জড়িত সবাইকে আমরা শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
একেএস/এআর

