নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পিএম
নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং জুলাই যোদ্ধা ওসমান হাদিকে দিনে-দুপুরে গুলির ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের সার্বিক নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের জন্য অতিরিক্ত পুলিশি নিরাপত্তা (এসকর্ট) চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৩ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এসূত্রে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন।
ওই চিঠির প্রস্তাব অনুযায়ী, বর্তমানে প্রধান নির্বাচন কমিশনারের জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট বিদ্যমান থাকলেও নির্বাচনকালীন তার জন্য অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশি এসকর্ট প্রদানের অনুরোধ করা হয়েছে। এছাড়া চারজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের ঢাকাস্থ বাসভবন ও অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট প্রদানের কথাও বলা হয়েছে।
আরও পড়ুন
হাদির ওপর হামলা ভোটে প্রভাব ফেলবে না: ইসি মাসউদ
৩০০ আসনে ছবিসহ ভোটার তালিকা মুদ্রণের নির্দেশ
পত্রে উল্লেখ করা হয়, নির্বাচনকালীন দায়িত্ব পালন নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এসব ব্যবস্থা গ্রহণ জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় ওসমান হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় বিশেষায়িত এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।
এমএইচএইচ/জেবি