নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদির খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দিনভর ছুটে আসছেন ইনকিলাব মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। তার শারীরিক অবস্থার সামান্যতম খবর পেলেই অনেকে কান্নায় ভেঙে পড়ছেন; কেউ দু’হাত তুলে দোয়া করছেন, যেন সৃষ্টিকর্তা হাদিকে ফিরিয়ে দেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেকের প্রতিটি করিডোরে ছিল একই দৃশ্য— উৎকণ্ঠা, কান্না আর অসহায়ত্ব। জরুরি বিভাগ থেকে ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার, সেখান থেকে আইসিইউর সামনে— সব জায়গায় দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করছে হাদির অবস্থা জানার আশায়। রাজনৈতিক সহকর্মীদের অনেকেই দেয়ালের সঙ্গে হেলান দিয়ে নীরবে চোখ মুছছেন।

হাদির দল ছাড়াও সহমর্মিতা প্রকাশ করতে এসেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা। ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টারের সামনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে সহকর্মীদের কাঁধে হাত রেখে দীর্ঘক্ষণ কাঁদতে দেখা গেছে। পাশে দাঁড়িয়ে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাত রশিদও ছিলেন স্পষ্টতই হতবিহ্বল।
ঢামেকের বাইরে জমায়েত নেতাকর্মীদের মুখে একটাই কথা— ‘আল্লাহ হাদি ভাইকে বাঁচিয়ে রাখুন।’

ঢাবি শিক্ষার্থী মাহমুদ বলেন, ‘হাদি ভাইয়ের ওপর হামলা মানে জুলাই যোদ্ধাদের ভয় দেখানোর চেষ্টা। কিন্তু তিনি ইতোমধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাকে এভাবে থামানো যাবে না।’
এমআর/এফএ