নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। যা নির্বাচনি কর্মপরিকল্পনা পরিবেশ, তথ্য পর্যালোচনা করে প্রায় ৪ মাস আগে (২৯ জুলাই) আভাস দিয়েছিলো ঢাকামেইল.কম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দেওয়া জাতির উদ্দেশ্য ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছেন সে অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের শেষ তারিখ ১১ জানুয়ারি, নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি , প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তা দ্বারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি, নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
চলতি বছরের ওই নিউজে ঢাকামেইল লিখেছিল,ফেব্রুয়ারি মাসের দুটি তারিখ ৫ ও ১২ সামনে রেখে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সবচেয়ে বেশি যে তারিখ নিয়ে আলোচনা হচ্ছে তা হলো ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। আবার ৫ ডিসেম্বরও ঢাকামেইল বলেছে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচন হতে পারে।
আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
ঢাকামেইলের চিফ রিপোর্টার বোরহান উদ্দিন বলেন, এতো আগে ভোটের তারিখের আভাস দেওয়াটা প্রায় অসম্ভব। তবে আমাদের প্রতিবেদক তার পরিশ্রম দিয়ে নিজেকে প্রমান করেছেন। এজন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার হাজার ১৮৩ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭। মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪। এ ভোটাদের জন্য ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে ৪২ হাজার ৭৬১ টি। এতে মোট ভোট কক্ষ রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯ টি। এরমধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭ টি। আর মহিলা ভোট কক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২ টি। তবে দুই ভোট একসঙ্গে হওয়ায় গোপন কক্ষ (ভোট প্রদানের কক্ষ) বাড়ানোর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
এমএইচএইচ/