নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম
রাজধানীর মোহাম্মদপুর শাহজাহান রোডে মা-মেয়েকে হত্যার ঘটনার মূল আসামি গৃহকর্মী আয়শাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গৃহকর্মী আয়শাকে গ্রেফতার করা সেই বরিশালের নলছিটি এলাকায় তার দাদা শ্বশুরের গ্রামের বাড়ি। হত্যাকাণ্ডের পর সে তার দাদা শ্বশুরের গ্রামের বাড়িতে পালিয়ে যায়।
এর আগে সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় মা-মেয়েকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এমন সুরতহাল সাম্প্রতিক সময়ে তারা দেখেননি। হত্যার ধরন ও নৃশংসতা দেখে ঘাতককে প্রশিক্ষিত বলে ধারণা করছেন তারা।
হত্যার শিকার মা-মেয়ে দুজনের সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, নিহত আফরোজার শরীর জুড়ে ৩০টি জখমের চিহ্ন রয়েছে। তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫) এর গলায় চারটি গভীর আঘাতের ক্ষত রয়েছে।
মা আফরোজার বাম গালে ৩টি, থুতনিতে ৪টি, গলার নিচে বাম পাশে ৫টি, বাম হাতে ৩টা, বাম হাতের কব্জিতে ১টি, ডান হাতের কব্জিতে ২টি, বুকের বাম পাশে ৯টি, পেটের বাম পাশে ২টা ও তলপেটের নিচে একটি গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে। যার মাধ্যমে মা আফরোজার মৃত্যু নিশ্চিত করেছে ঘাতক।
অপরদিকে মেয়ে নাফিসার বুকের দুই পাশে ৪টি গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। ধারালো ছুরিকাঘাতে ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে ময়নাতদন্ত শেষে মা-মেয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় গৃহকর্মী আয়শাকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
একেএস/এএস/এমআই