images

জাতীয়

‎মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

রাজধানীর মোহাম্মদপুর শাহজাহান রোডে মা-মেয়েকে হত্যার ঘটনার মূল আসামি গৃহকর্মী আয়শাকে গ্রেফতার করেছে পুলিশ।

‎বুধবার (১০ ডিসেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎জানা যায়, গৃহকর্মী আয়শাকে গ্রেফতার করা সেই বরিশালের নলছিটি এলাকায় তার দাদা শ্বশুরের গ্রামের বাড়ি। হত্যাকাণ্ডের পর সে তার দাদা শ্বশুরের গ্রামের বাড়িতে পালিয়ে যায়।

এর আগে ‎সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় মা-মেয়েকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এমন সুরতহাল সাম্প্রতিক সময়ে তারা দেখেননি। হত্যার ধরন ও নৃশংসতা দেখে ঘাতককে প্রশিক্ষিত বলে ধারণা করছেন তারা।

‎হত্যার শিকার মা-মেয়ে দুজনের সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, নিহত আফরোজার শরীর জুড়ে ৩০টি জখমের চিহ্ন রয়েছে। তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫) এর গলায় চারটি গভীর আঘাতের ক্ষত রয়েছে।

‎মা আফরোজার বাম গালে ৩টি, থুতনিতে ৪টি, গলার নিচে বাম পাশে ৫টি, বাম হাতে ৩টা, বাম হাতের কব্জিতে ১টি, ডান হাতের কব্জিতে ২টি, বুকের বাম পাশে ৯টি, পেটের বাম পাশে ২টা ও তলপেটের নিচে একটি গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে। যার মাধ্যমে মা আফরোজার মৃত্যু নিশ্চিত করেছে ঘাতক।

‎অপরদিকে মেয়ে নাফিসার বুকের দুই পাশে ৪টি গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। ধারালো ছুরিকাঘাতে ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে ময়নাতদন্ত শেষে মা-মেয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় গৃহকর্মী আয়শাকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

‎একেএস/এএস/এমআই