নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। অন্য দুই সদস্য হলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
বৈঠকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন।
সিইসি দফতর সূত্রে জানা যায়, নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে এই বৈঠক আয়োজন করা হয়েছে। এ ছাড়া ভোটের তফসিল নিয়েও আলোচনা হবে।
সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করবে ইসি।
এমএইচএইচ/এফএ