আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের রেওয়াজ থাকলেও এবার ভিন্ন পরিস্থিতি বিবেচনায় তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসি সূত্র বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার একটি রেওয়াজ আছে আমাদের। সেই রেওয়াজ আমরা ভাঙতে চাই না। তবে তফসিল ও নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আগে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করব এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাব।
এই সূত্র আরও জানায়, আগামী বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে কমিশন সাক্ষাৎ করবে। এর আগে ৭ তারিখের পর যেকোনো দিন আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করব।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি এখনও ঠিক হয়নি। হওয়ার পর জানানো হবে।’
বিজ্ঞাপন
ইসি সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানান, তফসিল ও গণভোট নিয়ে আলোচনা করতে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় নির্বাচন কমিশনের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে। আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করবে ইসি।
এমএইচএইচ/এফএ

