নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্যাস বেলুন উড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভয় দেখানোর পরিকল্পনা ভেস্তে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাকৃতরা হলো— নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য রায়হান খান আজাদ, শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ বি এম নুরুল হক ছোটন চৌধুরী, শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বাবলু, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন খোকন, যুবলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা এবং যুব মহিলা লীগের সিলেট মহানগর সাধারণ সম্পাদক মরিয়ম পারভীন।
ডিসি তালেবুর রহমান জানান, ঢাকায় ঝটিকা মিছিল ও রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’র আশপাশসহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগানসংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করার পরিকল্পনা করছিল। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর) থেকে রবিবার (৯ নভেম্বর) পর্যন্ত চলা এ অভিযানে ডিবি মিরপুর বিভাগ তিনজন, ডিবি রমনা বিভাগ তিনজন, ডিবি সাইবার বিভাগ দুজন, ডিবি মতিঝিল বিভাগ চারজন, ডিবি ওয়ারী বিভাগ পাঁচজন, ডিবি উত্তরা বিভাগ দুজন, ডিবি তেজগাঁও বিভাগ দুজন, ডিবি লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ একজনকে গ্রেফতার করে।
এদিকে ডিবি সূত্র জানায়, রাজধানীর কেরানীগঞ্জ, শাহজাহানপুর, আগারগাঁও, সূত্রাপুর, যাত্রাবাড়ী, হাতিরঝিল, মোহাম্মদপুর, চকবাজার, নলভোগসহ অন্তত ১৫টি স্থানে অভিযান চালানো হয়। প্রতিটি টিমই আলাদা তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসব নেতাকর্মী দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠনের বার্তা ছড়ানো, গোপন বৈঠক এবং অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একেএস/এআর