সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব’ ফেসবুকে পোস্ট করা আ.লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ এএম

শেয়ার করুন:

‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব’ ফেসবুকে পোস্ট করা আ.লীগ নেতা গ্রেফতার
মতিন মোল্যা (৩৫)

ফেসবুকে আগামী ১৩ নভেম্বর ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের সেই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে দলটির আরো ২ নেতাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে গ্রেফতারদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গত বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডি থেকে ১৬ ব্যক্তির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন মতিন মোল্লা। পোস্টে তিনি লেখেন, ১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব। দলের দুর্দিনে আমরা দলের পাশেই আছি।


বিজ্ঞাপন


গ্রেফতাররা হলেন— ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নেতা টগরবন্দ ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাতবাড়িয়া গ্রামের মতিন মোল্যা (৩৫), পাঁচুড়িয়া ইউনিয়নের চর চাঁদড়া গ্রামের বাসিন্দা পাঁচুড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ মোল্যা (৬৭) ও গোপালপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি চর চান্দড়া গ্রামের কাজী রুবেল (৩৫)।

আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে ও বিএনপির সমর্থক লাভলু সর্দার। এছাড়া, মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে এই তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন,  একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর