images

জাতীয়

মিরপুরের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২৫, ১২:৩৮ এএম

রাজধানীর মিরপুর-১২ এলাকার কালশীতে বিবাহবাড়ী কমিউনিটি সেন্টারের পাঁচ তলা ভবনে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  সংস্থাটির সদর দপ্তরের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন রাত ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। পরে আরও একটি ইউনিট যুক্ত হয়।  

 

পরে সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  

বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।  

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনটির চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় পোশাক কারখানা, তৃতীয় তলা বর্তমানে ফাঁকা এবং ওই তলায় কোনো প্রতিষ্ঠানও নেই। ভবনটির দ্বিতীয় তলায় বিবাহ বাড়ি নামের একটি কমিউনিটি সেন্টার এবং নিচতলায় দোকানপাট।

আগুন নেভানোর কাজে যুক্ত থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের সাতটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ষষ্ঠ তলা পুড়ে গেলেও অন্য তলাগুলোতে আগুন ছড়াতে দেয়নি ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে আরও তিনটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছিল। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ভবনটিতে থাকা পোশাক কারখানাসহ সব প্রতিষ্ঠান বন্ধ ছিল। তাই সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ক.ম/