মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরপুরে পাঁচ তলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম

শেয়ার করুন:

agun
বিবাহবাড়ী কমিউনিটি সেন্টার নামে ভবনটিতে আগুন লাগে। একই ভবনে তৈরি পোশাক কারখানাও রয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১২ এলাকার কালশীতে বিবাহবাড়ী কমিউনিটি সেন্টারের পাঁচ তলা ভবনে আগুন লেগেছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখার সময় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। তাদের আরও চারটি ইউনিট যুক্ত হওয়ার কথা রয়েছে। 


বিজ্ঞাপন


পরে সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে যুক্ত হয়।  

566478620_24930329113300674_482474860466012769_n
বিবাহবাড়ী কমিউনিটি সেন্টার নামে ভবনটিতে আগুন লাগে। একই ভবনে তৈরি পোশাক কারখানাও রয়েছে। ছবি: সংগৃহীত

 

বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। 


বিজ্ঞাপন


এলাকাবাসী জানায়, পাঁচ তলা ভবনের নিচতলা কমিউনিটি সেন্টার, উপরের চার তলায় একটি ছোট গার্মেন্টস রয়েছে। শুক্রবার থাকায় কারখানাটি বন্ধ ছিল। 

এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর