নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৫, ০৪:১৫ পিএম
রাজধানীর ফার্মগেটে এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে ঢুকে পিলারে সঙ্গে ধাক্কা খেয়ে ছাদ ভেঙে গেল বিআরটিসির একটি দোতলা বাসের। এতে কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভারতের আরও তিনটি রুটে বিআরটিসি বাস চালানোর সিদ্ধান্ত

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, দুটি বাসের মধ্যে যাত্রী তোলার প্রতিযোগিতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বিআরটিসি বাসটির দোতলার ছাদ একপাশে ভেঙে যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

তিনি জানিয়েছেন, ‘বিআরটিসির লোকজনের সঙ্গে আহতদের সমঝোতা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।’
আরও পড়ুন: ‘সুযোগ পাইলে বাস মালিকরা আমাগেরে জিম্মি করে’
সুজন বণিক নামে এক প্রত্যক্ষদর্শীর বয়ান, ‘বিআরটিসির দুটি দোতলা বাস যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় সড়কের পাশাপাশি চলছিল। দুটি বাসই দ্রুতগতিতে চলছিল।

তিনি জানান, ‘এ সময় ডান পাশে চলতে থাকা বাসটির দোতলার ছাদ এক্সপ্রেসওয়ের পিলারে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির ছাদ বিধ্বস্ত হয়ে একপাশে ভেঙে পড়ে। পরে দোতলা থেকে জানালা দিয়ে যাত্রীরা নিচে লাফিয়ে নামেন। এতে কয়েকজন আহত হন।’
এদিকে ঘটনার পর ফার্মগেট সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে অল্প সময়ের মধ্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়া নিলে যা চলাচল ফের স্বাভাবিক হয়।
এএইচ