images

জাতীয়

সাড়ে ৭ কোটি টাকা লোপাটে হুদা কমিশন, অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২৫, ০৭:৩৮ পিএম

প্রশিক্ষণের নামে সরকারি অর্থ লোপাটের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, তার কমিশনের একাধিক সদস্য ও কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৮ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, একাদশ জাতীয় সংসদ ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের সময় প্রশিক্ষণের নামে ভুয়া ব্যয় দেখিয়ে প্রায় ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ের অভিযোগ উঠেছে হুদা কমিশনের বিরুদ্ধে। এসব অর্থ সরকারি কোষাগার থেকে খরচ দেখিয়ে বাস্তবে অনিয়মের মাধ্যমে লোপাট করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুদকের মহাপরিচালক বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, কমিশন সচিব এবং অন্যান্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো নীতিমালা ছাড়াই ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে নির্বাচন কমিশনের তহবিল থেকে কোটি কোটি টাকা খরচের অভিযোগ এসেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই অভিযোগগুলোর ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান শুরু করা হয়েছে।

আরও পড়ুন

যে কারণে নূরুল হুদা কমিশনের ওপর এত ক্ষোভ!

ভোট চুরির অভিযোগে নুরুল হুদাকে গ্রেফতার দেখাতে পারে দুদক

তিনি আরও জানান, এই অনুসন্ধান কেবল প্রশিক্ষণ ব্যয়ের অনিয়মেই সীমাবদ্ধ নয়। এর বাইরেও যদি অন্য কোনো আর্থিক বা প্রশাসনিক দুর্নীতি থেকে থাকে, অনুসন্ধান দল সেগুলোও খতিয়ে দেখবে।

হুদা কমিশনের সময় বিভিন্ন নির্বাচনী কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নানা প্রশ্ন ছিল। এবার সেই বিতর্ক নতুন মোড় নিচ্ছে অর্থ লোপাটের গুরুতর অভিযোগে। অনুসন্ধান কার্যক্রম শেষ হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে হুদা কমিশনের কারও প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। সাবেক সিইসি নুরুল হুদা ইতোমধ্যে অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

এমআই/জেবি