images

জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর মিছিলে এবার দগ্ধ মাকিন

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই ২০২৫, ০৪:২৬ পিএম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও একটি নাম মাকিন সরকার (১৪)। সে স্কুলটির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মাকিনের মৃত্যু হয়।

আরও পড়ুন: মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ আইমানও না-ফেরার দেশে

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

Mile

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একই হাসপাতালের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইলস্টোনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০)।

প্রাপ্ত তথ্য মতে, মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে।

আরও পড়ুন: যে কারণে বিমান বিধ্বস্ত হওয়ায় এত প্রাণহানি

এর আগে গত সোমবার (২১ জুলাই) বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোনে আছড়ে পড়ে। মর্মান্তিক এ দুর্ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। 

এমআর/এএইচ