images

জাতীয়

পল্লবীতে ‘চিহ্নিত সন্ত্রাসী’ পেপার সানিকে কুপিয়ে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ জুন ২০২৫, ১২:৫৮ পিএম

পল্লবীর ‘চিহ্নিত সন্ত্রাসী’ পেপার সানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ জুন) সকাল সাতটার দিকে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছে।

এর আগে রাতে পল্লবীর মিল্লাত ক্যাম্পে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে চলে যায়। ধারণা করা হচ্ছে, আধিপত্য নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এই হত্যার ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

আরও পড়ুন

পল্লবীতে ভোল পাল্টে ফের সক্রিয় অপরাধী চক্র

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি শহীদুল ইসলাম। তিনি ঢাকা মেইলকে বলেন, আমরা সকাল সাতটার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মাদক বিক্রির আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হাতে পেপার সানি খুন হয়েছেন। এ ঘটনার পর থেকে মিল্লাত ক্যাম্পে আতঙ্ক দেখা দিয়েছে।

এমআইকে/জেবি