images

জাতীয়

উত্তরায় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম

রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি ছুরি ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জুম্মন কাজী (২৪), হাসনাইন (২৮), মিজানুর রহমান গাজী (২৪) ও হোসেন (২০)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। 

আরও পড়ুন

আগরতলায় ভিসা ও কনসুলার কার্যক্রম বন্ধ করল বাংলাদেশ

উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, উত্তরা ১০ নম্বর সেক্টরের মুনসুর আলী মেডিকেল কলেজের সামনে আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কে ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার জন্য অপেক্ষা করছে। এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের সহযোগী ১০/১২ জন দৌড়ে পালিয়ে যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা চাপাতি, ছুরি ও লোহার শিকল নিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আশুলিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করত এবং সুযোগ পেলেই পথচারী ও বিভিন্ন গাড়ি আটকে ডাকাতি করত। 

উল্লেখ্য, গ্রেফতারকৃত মো. জুম্মন কাজীর বিরুদ্ধে রাজধানীর পল্লবী ও শেরেবাংলা নগর থানায় দুটি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতদের উত্তরা পশ্চিম থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ডাকাত দলের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এমআইকে/এমএইচএম