images

জাতীয়

বাবার কাছ থেকে টাকা নিতে অপহরণ নাটক!

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৪, ০৩:০০ পিএম

বাবার কাছ থেকে টাকা আদায় করতে অভিনব কৌশল অবলম্বন করেন মুছা শিকদার (২৮) নামে এক যুবক। তাকে অপহরণ করা হয়েছে এমন নাটক সাজাতে আত্মগোপনে চলে যান। বাবা উদ্বিগ্ন হয়ে পড়েন। এক পর্যায় তিনি বিষয়টি পুলিশকে জানালে তাকে খুঁজে বের করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মূলত মুছা সিকদারকে কেউ অপহরণ করেনি। তিনি তার বাবার কাছ থেকে টাকা আদায় করতেই এমন নাটক সাজিয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

সোমবার রাজধানীর ওয়ারী এলাকা থেকে মুছা শিকদার ও তার সহযোগী মো. পারভেজকে আটক করে ডিবি।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপন করে বাবার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টায় ছিলেন মুছা। কিন্তু তার সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে ডিবি। আটক দুজন ডিবি হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন

কোম্পানি এমডির প্রতারণায় ফ্ল্যাটের স্বপ্ন ধূলিসাৎ ২০ প্রবাসীর!

ডিবি জানায়, মুছা শিকদার নারায়ণগঞ্জে একটি শিপিং কোম্পানিতে চাকরি করেন। ঋণ পরিশোধের জন্য তার কয়েক লাখ টাকার প্রয়োজন হয়। কৌশলে তার বাবার কাছ থেকে সেই টাকা যোগাড় করতে মুছা শিকদার নিজেই আত্মগোপন করে অপহরণের নাটক সাজান। পরে তার পরিচিত পারভেজ নামে একজনকে দিয়ে তার বাবার কাছে টাকা চাইতে থাকেন। সেই সাথে হুমকি দেন যে, টাকা না দিলে মুছাকে হত্যা করা হবে। এক পর্যায়ে তদন্তে তাদের অবস্থান জানতে পেরে ওয়ারী এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়।

এর আগে গত ২৩ অক্টোবর দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ীর ছনটেক এলাকা থেকে মুছা শিকদার নিখোঁজ হয়েছেন বলে তার ভাই মাহাবুব আলম ২৬ অক্টোবর যাত্রাবাড়ী থানায় একটি হারানো জিডি করেন। সেই জিডির ছায়া তদন্তে নেমে ডিবি তার অবস্থান জানতে পারে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।

এমআইকে/জেবি