images

জাতীয়

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে চলতি মাসে ‘সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হলো।

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে সম্পদ অর্জন করেছেন, আগামী নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা দাখিল করতে হবে।

আরও পড়ুন

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা নিয়ে যা বললেন জনপ্রশাসন সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ক্যাডার বা প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা (৯ম গ্রেড এবং তদূর্ধ্ব) তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের কাছে সম্পদ বিবরণী নির্ধারিত সময় দাখিল করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দ্বিতীয় শ্রেণির গেজেটেড/নন-গেজেটেড কর্মকর্তারা (১০ম গ্রেড) নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন।

এতে আরও বলা হয়, মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীনস্ত সরকারি অফিস/প্রতিষ্ঠানের গ্রেড-১১ হতে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীরা নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট তাদের সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন।

এমএইচএম