ঢাকা মেইল ডেস্ক
২৪ জুলাই ২০২৪, ০৮:৪০ এএম
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা হয়েছে। ভয়াবহ এসব সহিংসতায় প্রায় হারিয়েছেন দেড় শতাধিক। আহত হয়েছেন বহু মানুষ। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে। ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আগুনে পুড়েছে বিপুল গাড়িসহ ভবনের জিনিসপত্র। লুট হয়েছে মূল্যবান জিনিসপত্র। সহিংসতার সময় একের পর এক ভবনকে লক্ষ্য করে তাণ্ডব চালানো হয়েছে।
হামলাকারীরা রাজধানীর বিভিন্ন এলাকায় স্থাপিত সেতু ভবন, বিআরটিএ ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, স্বাস্থ্য অধিদফতরে মতো সরকারি স্থাপনায় একের পর এক হামলা করেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গত মঙ্গলবার (১৬ জুলাই) থেকে ইন্টারনেটে সেবা সীমিত করা হয়। এর মধ্যে রাজধানীর খাজা টাওয়ারের ডাটা সেন্টারে আগুন লাগিয়ে দেওয়ায় গোটা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। খাজা টাওয়ারের ইন্টারনেট সংযোগ মেরামত কাজ শেষ হওয়ার পর মঙ্গলবার রাতে পুনরায় ইন্টারনেট সেবা চালু হয়।
ইন্টারনেট বন্ধের মধ্যে যা ঘটেছে
কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই (বুধবার) রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়।
ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের ক্ষেত্রে সরকার ঢাকার মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টারে আগুন দেওয়ার বিষয়টি সামনে আনে। প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ গণমাধ্যমকে বলেন, সারাদেশে চারটি ডেটা সেন্টার এবং ৪০টির মতো সার্ভার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক শ কোটি টাকার ক্ষতি হয়েছে।
টানা পাঁচ দিন বন্ধ থাকার পর গতরাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। তবে শুরুতে সবাই ইন্টারনেট পাচ্ছেন না; জরুরি সেবা, আর্থিক ও ব্যবসাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে ইন্টারনেট চালু হচ্ছে।
বুধবার ও বৃহস্পতিবার সকল অফিস, আদালত, ব্যাংক ও বাণিজ্যিক কার্যক্রম খোলা থাকবে। তবে কারফিউর কারণে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় বাতিল করে রোববার আপিল বিভাগ যে আদেশ দিয়েছে, তার আলোকে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
প্রজ্ঞাপনকে চূড়ান্ত সমাধান হিসাবে না মেনে সারাদেশে কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট সংযোগ চালু, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও সারাদেশের সমন্বয়ক ও আন্দোলনকারীদের নিরাপত্তার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।
সংঘাত ও সহিংসতার কারণে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে গ্রেফতার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গত দুইদিনের অভিযানে সহস্রাধিক মানুষ গ্রেফতার হয়েছে বলে জানা যাচ্ছে, যাদের মধ্যে বিএনপির অনেক নেতাকর্মী রয়েছে।
কোটা সংস্কারের দাবিতে গত মঙ্গলবার থেকে সারাদেশে তীব্র আন্দোলন শুরু হয়, যা এক পর্যায়ে সংঘাতে রূপ নেয়। গুরুত্বপূর্ণ ভবনে আগুন দেওয়া হয়। ঢাকা, নারায়ণগঞ্জসহ অনেক এলাকা কার্যত রণক্ষেত্রে রূপ নেয়। নরসিংদী কারাগারে হামলা চালালে আশ শর বেশি বন্দি পালিয়ে যায়।
সব ধরনের ব্যবসা-বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ও সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ হয়ে যায়। সব ধরনের যান চলাচলও বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার ও শুক্রবার সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হলে শুক্রবার রাত থেকে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত এর সময়সীমা বাড়ানো হয়েছে। তবে দুপুর ১০টা থেকে পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে। এই সময়ে সেনা মোতায়েন থাকবে।
বিটিভি ভবনে আগুন-ভাঙচুর
গত বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউনের’ মধ্যে দুপুর ২টার দিকে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যান্টিন, রিসিপশন ও গাড়িতে আগুন দেয় দুষ্কৃতকারীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে সঠিক তথ্য না প্রচার করা ও সরকারের পক্ষে নিউজ করার অভিযোগ তুলে এ হামলা চালানো হয়।
মেট্রোরেল বন্ধ ঘোষণা
রাজধানীজুড়ে বিভিন্ন স্থানে সহিংসতার প্রেক্ষিতে জননিরাপত্তার স্বার্থের কথা উল্লেখ করে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, ‘অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রো ট্রেন বিকেল ৫টা ৩০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর আর কোনো মেট্রোরেল চলাচল করবে না। যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।’
তার আগে এদিন দুপুরে এক বিজ্ঞপ্তিতে মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনগুলোতে মেট্রোরেল চলাচল বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল। বন্ধ স্টেশনগুলো চালু হলে তাৎক্ষণিক জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রিজভী আটক
শুক্রবার বাদ জুমা ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে যুগপৎভাবে ‘জাতীয় ঐক্য সমাবেশ ও মিছিল’ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে পুলিশের বাধায় ওই এলাকায় যেতেই পারেননি দলটির নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে সেখান থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করা হয়।
প্রধানমন্ত্রীর স্পেন ও ব্রাজিল সফর বাতিল
দেশের উদ্ভূত পরিস্থিতিতে পূর্বনির্ধারিত স্পেন ও ব্রাজিলের রাষ্ট্রীয় সফর বাতিল করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, চলমান পরিস্থিতির কারণে সফর দুটি বাতিল করেছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে বিষয়টি আমাদের স্পেন ও ব্রাজিল দূতাবাসের মাধ্যমে দেশ দুটির সরকারকে অবহিত করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের চিঠি পাঠাচ্ছি।
হাইকোর্টের রায়
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বহাল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। তবে ন্যায়বিচারের স্বার্থে আপিল বিভাগ সরকারি চাকরিতে কোটা ৭ শতাংশ নির্ধারণ করেছেন। অর্থাৎ হাইকোর্ট তার রায়ে সর্বমোট ৫৬ শতাংশ কোটা বহালের কথা বললেও আপিল বিভাগ তা কমিয়ে ৭ শতাংশ নির্ধারণ করেছেন। এই ৭ শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ। এ ছাড়া বাকি ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে।
রোববার (২১ জুলাই) প্রধান বিচারপতি মো. ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থীর করা লিভ টু আপিল নিষ্পত্তি করে এই রায় দেন।
বিএনপি নেতা আমান-জামায়াতের সেক্রেটারি আটক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যোবায়ের, শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলামসহ শতাধিক নেতাকর্মীকে ঢাকা থেকে আটক করা হয়েছে।
আমীর খসরু-গোলাম পরওয়ার-ভিপি নুর রিমান্ডে
বিটিভির ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর রামপুরা থানার মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ছয়জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এ ছাড়া সেতু ভবন ভাঙচুর, অগ্নিসংযোগ, চুরি ও মারধরের ঘটনায় রাজধানীর বনানী থানার মামলায় গ্রেফতার গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া মিয়া গোলামসহ ছয় আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ মামলায় রিমান্ডকৃত অন্য আসামিরা হলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও বিএনপির সমর্থক মো. মাহমুদুস সালেহীন।
পিএসসির সব পরীক্ষা স্থগিত
মঙ্গলবার থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ৪৪তম বিসিএসের মৌখিকসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এক এসএমএস বার্তায় এ তথ্য জানিয়েছেন। এস এম মতিউর রহমান জানান, ২৩ জুলাই (আজ) থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ৪৪তম বিসিএসের মোখিক পরীক্ষা, অর্ধবার্ষিক বিভাগীয় পরীক্ষা জুন-২০২৪ এবং নন-ক্যাডারের এমসিকিউ, বাছাই, ব্যবহারিক, সাঁটলিপি, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ পিএসসির অধীন সব ধরনের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরে এসব পরীক্ষার তারিখ ও সময়সূচি পিএসসির ওয়েবসাইট এবং পত্রিকার মাধ্যমে জানানো হবে।
দেশে ফিরে গেছেন পিটার হাস
তিন বছরেরও বেশি সময়ে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে গেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গত সোমবার বাংলাদেশ ছেড়ে যান তিনি।
বিএনপি-আওয়ামী যা বলছে
কারফিউর মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে সরকার জনগণকে চরম বিপদ ও দুর্ভোগের মধ্যে নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ দাবি করেছে, কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামায়াত সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছে।
আমিরাতে ৫৭ বাংলাদেশির কারাদণ্ড
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে সেখানকার একটি আদালত।
এমআর