images

জাতীয়

টিসিবির খেজুর মজুত করে বিক্রি, ডিলারসহ গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ এপ্রিল ২০২৪, ১০:০২ পিএম

টিসিবির খেঁজুর অবৈধভাবে মজুত করে কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলারসহ দুইজনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। 

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর এলাকার কামরুল ইসলাম কমিউনিটি সেন্টার সংলগ্ন রাকিব বোর্ডিং স্টোরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- ইউসুফ ও সেলিম মিয়া। এসময় তাদের কাছ থেকে টিসিবির ১০০ কেজি খেজুর উদ্ধার করা হয়।

আরও পড়ুন

তাঁতীবাজারে স্বর্ণ মার্কেটে চুরি, গ্রেফতার ২

বুধবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা।

তিনি জানান, গ্রেফতারকৃত সেলিম সরকারিভাবে টিসিবির মুদি পণ্য বিতরণের একজন ডিলার। কিন্তু সেলিম সরকারি নিয়ম ভেঙ্গে অধিক লাভের আশায় ইউছুফের যোগসাজসে ও সহায়তায় টিসিবি পণ্য কালোবাজারী করার জন্য অবৈধভাবে মজুত রাখেন। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলার পর আদালতে পাঠানো হয়েছে। 

এমআইকে/এমএইচএম