নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৪, ০৫:০৪ পিএম
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডির রাপা প্লাজার বিপরীতে সপ্তক স্কয়ার নামে ওই একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফে আল ফারুক জানান, দুই টাওয়ারের মাঝখানে ডিসের লাইনের তারে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই আগুন নিভে গেছে।
ধানমন্ডি ২৭ নম্বরে দুটি ভবনের মাঝে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এমআইকে/এমএইচএম