নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৪, ০২:৫৯ এএম
বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সহযোগিতায় আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের হেল্পডেস্ক ও তথ্যকেন্দ্র চালু করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজধানী ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের উদ্ধার, অগ্নি নির্বাপণ ও প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্রিয়াশীল রয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট এ আগত হতাহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় গ্রুপের রক্ত সংগ্রহ, তথ্যদান, প্রাথমিক চিকিৎসা প্রদান ইত্যাদি বিষয়ে সহযোগিতার জন্য বাংলাদেশ ছাত্রলীগ হেল্পডেস্ক চালু করেছে।
আরও পড়ুন: বেইলি রোডে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৪৩
বিজ্ঞপ্তিতে যেকোনো সহযোগিতার জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে-
আবু সাঈদ আল মাহমুদ (০১৭৭৩১৯৪৯৬৫) সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মেডিকেল কলেজ শাখা।
আরও পড়ুন: বেইলি রোডের আগুনে জীবিত উদ্ধার ৭৫ জন, অচেতন ৪২
মো. ইরতিজা হাসান ফয়সাল (০১৭৪১৯৮৫৯৯০) সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মেডিকেল কলেজ শাখা।
কারই