নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৪, ১২:১৪ এএম
রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ প্লাটুন সাধারণ আনসার ও এক প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বেইলি রোডের অগ্নিকাণ্ডের খবর পেয়ে পার্শ্ববতী ক্যাম্প থেকে আনসার সদস্যরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা ও উদ্ধার কার্যক্রমে অংশ নেন।
আগুন নিয়ন্ত্রণে না আসায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্যের একটি প্লাটুন মোতায়েন করা হয়।
আরও পড়ুন: বেইলি রোডে আগুন, উৎসুক জনতার ভিড়ে বাধাগ্রস্ত হচ্ছে ফায়ার সার্ভিসের কাজ
ফায়ার সার্ভিসের সঙ্গে আনসার সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে কাজ করছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার পরে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের শিকার স্থাপনাটি কাচ্চি ভাই নামক একটি রেস্তোরাঁর।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, তারা রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পান।
ঘটনাস্থলে পৌঁছতে তাদের সময় লাগে ৬ মিনিট। পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় একেএকে ইউনিট সংখ্যা বাড়ানো হয়।
আরও পড়ুন: বেইলি রোডের অগ্নিকাণ্ড: ১৯ জনকে জীবিত উদ্ধার
সবশেষ তথ্যমতে, মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটিতে আটকে পড়াদের উদ্ধার করেন। নারীসহ মোট ৬৫ জনকে জীবিত উদ্ধারের তথ্য জানানো হয়েছে৷
প্রায় দেড় ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। এরইমধ্যে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান।
কারই/এমআইকে