images

জাতীয়

বেইলি রোডে অগ্নিকাণ্ড, বিশেষ কায়দায় নামানো হলো ১৩ জনকে

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৩ পিএম

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে লাগা অগ্নিকাণ্ডে ১৩ জন ওপর তলায় আটকা পড়েছিলেন। পরে তাদেরকে বিশেষ কায়দায় নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

বৃহস্পতিবার রাত সোয়া ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সহকারী উপপরিচালক শাহজাহান সিকদার।

fire-3

আরও পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচাতে মই দিয়ে নামছেন রেস্টুরেন্টে আটকে পড়া ক্রেতারা

তিনি ঢাকা মেইলকে বলেন, ভবনটির নিচতলায় আগুন লাগার সময় ওপর তলায় কিছু নারী পুরুষ আটকে পড়েন। পরে ফায়ারের কর্মীরা তাদেরকে বিশেষ কায়দায় বের করে নামিয়ে আনেন।

fire-baily

ফায়ার সূত্র জানিয়েছে, আগুন লাগার আগে কাচ্চি ভাইয়ের ২য় তলায় লোকজন খাচ্ছিলেন। তারা আগুন লাগার খবর শুনে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু নিচতলায় তখন আগুন দাউ দাউ করে জ্বলছিল।

আরও পড়ুন: আগুনের তীব্রতা বাড়ছে, ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে ১১

ফলে তারা আটকা পড়েন। এসময় তারা বাঁচানোর আকুতি জানান। এরপর ফায়ারের কর্মীরা তাদেরকে ২য় তলার জানালা ভেঙ্গে বিশেষ কায়দায় সেখানে মই লাগান। এরপর একে একে ১৩ জন নারী পুরুষকে বের করে আনা হয়। তবে এখন পর্যন্ত কতজন আহত আছে তা বলা যাচ্ছে না।

এমআইকে