নিজস্ব প্রতিবেদক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২২ পিএম
রাজধানীর বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তবে সে কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে উৎসুক জনতার ভিড়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার পরে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের শিকার স্থাপনাটি কাচ্চি ভাই নামক একটি রেস্তোরাঁর।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, তারা রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পান।
আরও পড়ুন: আগুনের তীব্রতা বাড়ছে, ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে ১১
ঘটনাস্থলে পৌঁছতে তাদের সময় লাগে ৬ মিনিট। পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় একে একে ইউনিট সংখ্যা বাড়ানো হয়।
সবশেষ তথ্যমতে, মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বেড়েছে উৎসুক জনতার ভিড়। তাদের একটি সামান্য অংশ ফায়ার সার্ভিসের কাজে সহযোগিতা করছেন। বাকিরা মুঠোফোনে ভিডিও আর ছবি নিতে ব্যস্ত। কেউ কেউ সরাসরি ঘটনাটি নিজেদের ফেসবুক আইডি ও পেইজে দেখাচ্ছেন।
আরও পড়ুন: আগুনের তীব্রতা বাড়ছে, ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে ১১
সাধারণ মানুষের এমন কাজকর্মে ভিড় ঠেলে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।
একই বিড়ম্বনায় পড়েছেন গণমাধ্যম কর্মীরাও। আগুনের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে উপস্থিত হওয়া গণমাধ্যম কর্মীরাও উৎসুক জনতার স্রোতের কারণে সামনে যেতে পারছেন না।
কারই