images

জাতীয়

প্রাণ বাঁচাতে মই দিয়ে নামছেন রেস্টুরেন্টে আটকে পড়া ক্রেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০ পিএম

রাজধানীর ব্যস্ততম এলাকা বেইলি রোড। দিনভর মানুষের আনাগোনা কম বেশি থাকলেও সন্ধ্যার পর বেশ জমজমাট হয়ে ওঠে। বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে থাকে মানুষের উপচেপড়া ভিড়। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এমন জমজমাট সময়ে রাত ১০টার কাছাকাছি সময় আগুন লেগেছে সেখানে অবস্থিত কাচ্চি ভাই নামের একটি রেস্টুরেন্টে। হঠাৎ লাগা আগুন থেকে বাঁচতে ভেতরে আটকে পরা নারী-পুরুষদের মই দিয়ে বের হতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনেক নারী-পুরুষ মই দিয়ে আগুন লাগা রেস্টুরেন্ট থেকে নিচে নামছেন। এসময় অনেকে বাঁচাও বাঁচা বলে চিৎকার করছেন।

এদিকে, আগুন লাগার খবর পাওয়ার পর একটু পরই ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ায় আগুন নিয়ন্ত্রণে বাড়ানো হচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে সাড়ে ১০টার দিকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। 

বিইউ/এমএইচটি