images

জাতীয়

উদ্বোধনের দিনে পাঠকশূন্য অমর একুশে বইমেলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৭ পিএম

শুরু হলো বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, প্রথমদিনে একেবারেই নেই জনসমাগম। তবে আগামীকাল প্রথম ছুটির দিনে মানুষ আসতে পারে বলে আশা প্রকাশ করছেন প্রকাশকরা।

প্রথমদিন মেলায় আসা দুই বন্ধু মেহেদি হাসান ও আবু সায়েদ মেলার সব আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ তারা বলেন, মেলাটা আমাদের প্রাণের জায়গা। আমরা সকলেই এই বইমেলার জন্য অপেক্ষায় থাকি। সবাই যদি আমরা সতর্ক থাকি তাহলে খারাপ কিছু হবে না। তবে ঝড়বৃষ্টি ভোগান্তিতে ফেলতে পারে।

bookfairs1
উদ্বোধনের দিনে পাঠকশূন্য অমর একুশে বইমেলা।

প্রকাশকরা বলছেন, উদ্বোধনের দিনে স্বাভাবিকভাবেই লোকসমাগম কম থাকে। এদিকে আবহাওয়া অনুকূলে না থাকায় বই প্রেমীদের উপস্থিতি আরও কম লক্ষ্য করা গেছে। তবে কাল ছুটির দিনে আশানুরূপ পাঠকের উপস্থিতি থাকবে বলে আশা ব্যক্ত করেন তারা।

বইমেলার সময়সূচি

২০২৪ সাল অধিবর্ষ হওয়ায় ফেব্রুয়ারি মাস ২৯ দিনের। তাই এবার ২৯ দিন ধরে চলবে এই মেলা। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।

ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় ‘শিশুপ্রহর' থাকবে।

প্রতিদিন বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

bookfairs3
উদ্বোধনের দিনে পাঠকশূন্য অমর একুশে বইমেলা।

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮ টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।

অমর একুশে উদযাপনের অংশ হিসেবে শিশুকিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি এবং সংগীত প্রতিযোগিতার আয়োজন থাকছে। সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।

বইমেলায় বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। এবারের মেলায় বাংলা একাডেমি প্রকাশ করছে নতুন ও পুনর্মুদ্রিত ১০০টি বই।

প্রতিনিধি/এমএইচটি