মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উদ্বোধনের দিনেও বইমেলায় চলছে স্টলের নির্মাণ কাজ

এম এইচ ইমরান
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

উদ্বোধনের দিনেও বইমেলায় চলছে স্টলের নির্মাণ কাজ
উদ্বোধনের দিনেও বইমেলায় চলছে স্টলের নির্মাণ কাজ।

গ্রন্থানুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকভাবে বইমেলা শুরু হলেও এখনও শেষ হয়নি বেশ কয়েকটি স্টলের নির্মাণ কাজ। পাশাপাশি চলছে শৌচাগার নির্মাণ কাজও।

সরেজমিনে দেখা যায়, বেশকিছু স্টলের নির্মাণ কাজের জন্য যত্রতত্র পড়ে আছে নির্মাণ সামগ্রী। উল্লেখযোগ্য সংখ্যক স্টলের কাজ শেষ হলেও এখনও স্টলগুলোতে বই সাজানো হয়নি। অন্যদিকে কিছু স্টলে চলছে বই তোলার কাজ। এছাড়া খাবার হোটেল, টয়লেট, মসজিদের কাজও সম্পূর্ণভাবে শেষ হয়নি।


বিজ্ঞাপন


সংশ্লিষ্টরা জানায়, এবার বাংলা একাডেমি কোনও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব না দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় মেলার আয়োজন করছে। একটু বিলম্বে করে গত ২৩ জানুয়ারি লটারির মাধ্যমে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেয় একাডেমি কর্তৃপক্ষ। এ কারণে সোহরাওয়ার্দী উদ্যানের কাজ পুরোপুরি শেষ হয়নি বলে জানিয়েছেন তারা।

bookfair1
উদ্বোধনের দিনেও বইমেলায় চলছে স্টলের নির্মাণ কাজ।

সোহরাওয়ার্দী উদ্যানে টয়লেট নির্মাণ কাজে নিয়োজিত মিলন মিয়া বলেন, গত ২৭ তারিখ একাজটা পেয়েছি। কাজটা শেষ করার জন্য আমি পাঁচদিন সময় নেই। আজকেই আমার কাজ শেষ হবে। এর ভিতরে দেওয়া ঢালাই-আস্তরণগুলো এখনও শক্ত না। তাই টয়লেটকে ব্যবহার করতে আরও দুই-একদিন অপেক্ষা করতে হবে। তাছাড়া এর পানির সংযোগও দেওয়া হয়নি।


বিজ্ঞাপন


কাজ শেষ না হওয়ার কারণ জানতে চাইলে জিনিয়াস পাবলিকেশনে কাজ করতে থাকা রং মিস্ত্রি বলেন, বৃষ্টির কারণে কাজের অগ্রগতি হচ্ছে না। বৃষ্টি যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের কাজও শেষ হবে না। অনেক স্টলে কয়েকবার করে রং লাগাতে হয়েছে।

বইমেলার নিরাপত্তার স্বার্থে মেলার আটটি প্রবেশপথে আর্চওয়ের ব্যবস্থা করার কথা থাকলেও মেলার সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেট এবং মন্দির গেটে কোনও আর্চওয়ে দেখা যায়নি। এছাড়া অন্যান্য গেটগুলোতে আর্চওয়ে থাকলেও কোন রকম চেকিং ছাড়াই অবাধে বইমেলায় ঢুকতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানায়, এখনও বইমেলা ওভাবে শুরু না হওয়ায় এ কাজগুলো এখনও শুরু করা হয়নি।

প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর