images

জাতীয়

লেভেল প্লেয়িং ফিল্ড মানা না হলে ভোট বন্ধ: ইসি আনিসুর

জেলা প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম

নির্বাচন কমিশন সারাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে। যেখানেই এটা মানা হবে না সেখানে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান।

সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই। দুই হাজার পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণের আবেদন করেছেন।

আরও পড়ুন

ছোট অপরাধে বড় শাস্তি দেওয়া যায় না: ইসি আলমগীর 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের ট্রেন অনেক দূর চলে গেছে। বিএনপি ট্রেন ফেল করেছে। আর আসার সুযোগ নেই।

নির্বাচনে আসা না আসা যেকোনো দলের অধিকার আছে, তবে ভোটারদের আসতে বাধা দেওয়ার অধিকার কারও নেই জানিয়ে তিনি বলেন, এমনটা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানসহ সংশ্লিষ্টরা।

প্রতিনিধি/জেবি