নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৩, ০২:৩০ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ৩০ জন প্রার্থীর মধ্যে ২২ জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশনে আপিল শুনানিতে ৮ জনের প্রার্থিতা বাতিল রাখা হয়েছে।
টাঙ্গাইল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিব, জামালপুর-২ আসনের জাকের পার্টির মো. আবদুল হালিম মণ্ডল, টাঙ্গাইল-১ স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদুল ইলাহ, মুন্সিগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা, চট্টগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমরান, ময়মনসিংহ-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন, নেত্রকোনা-১ আসনের জাকের পার্টির প্রার্থী মো. ছমির উদ্দিন ও যশোর-৫ আসনের জাকের পার্টির প্রার্থী মো. হাবিবুর রহমান।
নির্বাচন কমিশ সূত্রে জানা গেছে, আজ রোববার আপিল শুনানির প্রথম দিন। এ দিন সকাল ১০টা থেকে নির্বাচ কমিশন ভবনে আপিল শুনানি শুরু হয়। প্রথম দিনে ৩০ জন প্রার্থীর আপিল শুনানি করা হয়েছে। এরমধ্যে ২২ জন প্রার্থী তাদের প্রার্থিতায় বৈধতা পেয়েছেন। বাকি আটজন প্রার্থীর প্রার্থিত বাতিল রাখা হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছিলেন, পাঁচ দিনে মোট ৪৯৯ জন প্রার্থী ইসিতে আপিল করেছেন। এছাড়া আরও ৩১ জন বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। আজ রোববার থেকে এসব আপিলের বিষয়ে শুনানি শুরু হবে। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
এইউ