শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মুখে হাসি ফুটছে আপিলে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মুখে হাসি ফুটছে আপিলে
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে আজ। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া আপিল শুনানি শেষে অনেকেই প্রার্থিতা ফিরে পেয়েছেন। ফলে হাসি ফুটেছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মুখে। অবশ্য কারো কারো আপিল নামঞ্জুর করা হচ্ছে। 

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই শেষে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে গেল পাঁচ দিনে আপিল করা হয়েছে ৪৯৯টি। একই সাথে বৈধ প্রার্থিতা বাতিলের জন্য অভিযোগ জমা হয়েছে ৩১টি। তার মধ্যে ১৬টি অভিযোগ রয়েছে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে। জাতীয় পার্টির দুজন শীর্ষ নেতাও রয়েছেন।


বিজ্ঞাপন


এদিন সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) এই কার্যক্রম শুরু হয়। আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় সিদ্ধান্ত দিচ্ছেন। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিলের শুনানি চলবে।

 

আরও পড়ুন

 


বিজ্ঞাপন


 

এর আগে সকাল থেকে আপিলের শুনানি সুষ্ঠুভাবে করতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার মনোনীত প্রতিনিধি, আপিলকারী এবং সংশ্লিষ্ট পক্ষের মনোনীত প্রতিনিধিদের কাগজপত্র ও নথিসহ আপিল শুনানিতে অংশগ্রহণ নিয়েছেন। প্রার্থীদের অনেকেই শুনানির জন্য আইনজীবীও নিয়ে এসেছেন।

আপিলের রায়ের তথ্য অনুযায়ী, টাঙ্গাইল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবীবেব আপিল নামঞ্জুর হয়েছে। টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার আপিল মঞ্জুর করা হয়েছে। টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদুল শুনানিতে আসেননি বলে জানানো হয়েছে।

জামালপুর-২ আসনের জাকের পার্টির প্রার্থী আব্দুল হালিম মন্ডলের আপিল নামঞ্জুর ও জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়ার আপিল মঞ্জুর করা হয়েছে।

যশোর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আক্তারুজ্জামান ও যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমানের আপিল মঞ্জুর করা হয়েছে।

 

আরও পড়ুন

নোয়াখালী-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামানের আপিল মঞ্জুর করা হয়েছে। কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম খানের আপিল মঞ্জুর করা হয়েছে। 

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলন ও একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগমের আপিল মঞ্জুর করা হয়েছে।

 

গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কবির মিয়ার আপিল মঞ্জুর করা হয়েছে। নেত্রকোনা-১ আসনের জাকের পার্টির প্রার্থী ছমীর উদ্দিনের আপিল নামঞ্জুর করা হয়েছে।

খুলনা-৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী শেখ হাবিবুর রহমানের আপিল মঞ্জুর ও খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধুর আপিল নামঞ্জুর করা হয়েছে।

 

আরও পড়ুন

 

চট্টগ্রাম-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহানের আপিল মঞ্জুর, চট্টগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইমরানের আপিল নামঞ্জুর ও চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল আবদুচ সালামের আপিল মঞ্জুর করা হয়েছে।

 

বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের আপিল মঞ্জুর করা হয়েছে। মেহেরপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমানের আপিল মঞ্জুর করা হয়েছে। 

মুন্সিগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনার আপিল নামঞ্জুর করা হয়েছে ও মুন্সিগঞ্জ-৩ আসনের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মমতাজ সুলতান আহমেদের আপিলের বিষয়ে পরে জানানো হবে।

ময়মনসিংহ-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবুল হোসেনের আপিল নামঞ্জুর করা হয়েছে। রংপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকারের আপিল মঞ্জুর ও একই আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী মোহাম্মদ মিনহাজ উদ্দিনের আপিল মঞ্জুর করা হয়েছে।

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর