images

জাতীয়

নবম দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২০ এএম

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সরকারের পদত্যাগের দাবিতে এটি বিরোধী দলগুলোর নবম দফা অবরোধ কর্মসূচি। রোববার (৩ ডিসেম্বর) সকাল ছয়টায় এই দফার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।

অবরোধের আগের রাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল ও আগারগাঁওয়ে পৃথক ঘটনায় এসব বাসে আগুন দেওয়া হয়।

আরও পড়ুন

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে পুড়লো তিন বাস

অবরোধের সমর্থনে গতরাতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিল করা হয়।

গত বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

গত শনিবার রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী দেশবাসী এবং বিএনপি ও অন্যান্য বিরোধী দলের সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

দিনমজুর ভাড়া করে নাশকতা চালাচ্ছে বিএনপি: ডিবি হারুন

সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে।

২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর কিছু সময় পরই কাকরাইলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। দ্রুতই তা নয়াপল্টনের চারপাশে ছড়িয়ে পড়ে এবং মাঝপথে সমাবেশ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

এরপর থেকে সরকারের পদত্যাগ দাবি, গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে একের পর এক অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করে আসছে বিএনপির ও তাদের সমমনা দলগুলো।

এমআর