বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে সকাল ৬টা থেকে। তার আগেই রাজধানীতে তিনটি যাত্রীবাহী আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টা, এই এক ঘণ্টায় রাজধানীর তিনটি পৃথক স্থানে এ ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব আগুনের তথ্য নিশ্চিত করা হয়েছে৷
বিজ্ঞাপন
দমকল বাহিনী জানিয়েছে, রাজধানীর আগারগাঁও এলাকায় ভূইয়া পরিবহন, সায়দাবাদে আসমানী পরিবহন ও গাবতলিতে পদ্মা লাইনের একটি বাসে আগুন দেয়া হয়েছে।
এরমধ্যে রাত সাড়ে ১০টা নাগাদ যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ করাতী টোলা স্কুলের পেছনে আসমানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রাত এগারোটা নাগাদ গাবতলিতে অগ্নিকাণ্ডের শিকার হয় পদ্মা লাইন। এবং একই সময়ে রাজধানীর আগারগাঁও এলাকায় মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী ভূইয়া পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা।
কারই/আরআর

