images

জাতীয়

বিস্ফোরক মামলায় গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ পিএম

পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়েরকৃত বিস্ফোরক আইনের পৃথক মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মাওলানা মোসলেহ উদ্দিন (৫৫) ও ইসমাইল হোসেন (৫৮)।

আরও পড়ুন

বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক আমিনুল ইসলাম। 

তিনি জানান, গ্রেফতারকৃতদের পৃথক মামলায় পৃথক ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। এছাড়াও তারা ইতোপূর্বে রাজধানীর লালবাগ, কামরাঙ্গীরচর, কদমতলী, যাত্রাবাড়ী এবং মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

এমআইকে/এমএইচএম