রাজধানীর কেরানীগঞ্জে বাবা ও ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যায় জড়িত মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম আরিফ।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তাতে জানানো হয়েছে, ১৯৯৩ সালে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় একটি মামলা হয়। মামলায় গ্রেফতারকৃত আসামি আরিফের মৃত্যুদণ্ড হয়। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে তাকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
এ বিষয়ে আজ বেলা ১১টায় রাজধানী কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য ধরবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এমআইকে/এএস

