জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৩, ০১:৪১ পিএম
হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক তার কারখানার দেড় থেকে দুইশত শ্রমিককে তার বাসায় সারাদিন আটকে রেখেছিলেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা তার বাসা থেকে বের হতে চাইলে তিনি তাদের আত্মহত্যার হুমকি দেন। এরপর সেই শ্রমিকরা একে একে চলে গেলে তিনি ও একজন ব্রিটিশ নাগরিকসহ তার স্ত্রীকে র্যাব গ্রেফতারের চেষ্টা করে। কিন্তু তমিজী হক তাদের বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করেন।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এক প্রশ্নের জবাবে এসব কথা জানান র্যাবের মিডিয়া বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে হক গ্রুপের এমডি আদম তমিজী হককে গ্রেফতারের জন্য র্যাব তার গুলশানের বাসায় অভিযান চালায়। এ সময় এসব কান্ড ঘটে বলে দাবি করেন মঈন।
তিনি বলেন, আমরা মূলত তাকে সুস্থ ও সুন্দরভাবে গ্রেফতার করতে চেয়েছিলাম। তার নামে সাইবার অপরাধে মামলা ছাড়াও তার স্ত্রী একটি মামলা করেছে। তার বিরুদ্ধে আরও মামলা থাকতে পারে।
এমআইকে/এমএইচএম