রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ব্যবসায়ী আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান নাঈম বাদী হয়ে মামলাটি করেন।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান।
বিজ্ঞাপন
তিনি জানান, রাষ্ট্র ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার কারণে সাইবার আইনে একজন কাউন্সিলর এই মামলাটি করেছেন। মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও এই ঘটনায় ফেসবুকে লাইভ করে এমন কাজ করার জন্য যারা উদ্বুদ্ধ করেছেন তাদের অসংখ্য করা হবে। এ বিষয়ে একজন পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম গণমাধ্যমকে জানান, ফেসবুক লাইভে এসে আদম তমিজি হক প্রধানমন্ত্রী এবং জাতির জনককে কটূক্তি করেছেন। যা একটি সাইবার অপরাধ। তিনি রাষ্ট্রের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ও জাতির জনকের বিরুদ্ধে কটূক্তি করার এত সাহস কোথায় পায়। এমন বাজে কটূক্তি এবং বাজে লোকের বিরুদ্ধে তাই তিনি তাকে আইনের আওতায় আনার জন্য মামলা করেছেন।
মামলাটির তদন্ত ভার পেয়েছেন দক্ষিণখান থানার পরিদর্শক আব্দুল কুদ্দুস।
এমআইকে/জেবি