images

জাতীয়

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২৩, ০৮:১২ এএম

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৩ অক্টোবর) পৃথক দুই বার্তায় শোক জানান তারা।

শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ট্রেন দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত ও শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

 আরও পড়ুন

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা এগারসিন্দুর গোধূলি ট্রেনের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার (২৩ অক্টোবর) ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় ট্রেন দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

এইউ