images

জাতীয়

কৃষি মার্কেটের দোকানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ এএম

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লাগার পর থেকে মার্কেটটির দোকান সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একেকজন দোকানের সংখ্যার বিষয়ে দিচ্ছেন একেক রকম তথ্য। ব্যক্তিভেদে দোকানের সংখ্যার ফারাক আকাশ-পাতাল।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে মার্কেটটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

রাত সোয়া তিনটা নাগাদ লাগা আগুন অবিরতভাবে জ্বলছে ৬ ঘণ্টা ধরে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের ১৪৮ জন কর্মী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌ বাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই), বিভিন্ন সংগঠন ও সংস্থার স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
fire

সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত, তখন মার্কেটটির দোকান সংখ্যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

মার্কেটের ব্যবসায়ীদের ভাষ্য, এক থেকে দেড় হাজার দোকান ছিল মূল মার্কেট ও পাশের ফুটপাতে।
আরও পড়ুন:
কোটি টাকার সম্পদ হারিয়ে চোখের জলে ভাসছেন শরিফ
আগুন থেকে সম্পদ রক্ষার চেষ্টায় ব্যবসায়ীরা

ব্যবসায়ীদের আরেকটি অংশের দাবি, দোকান সংখ্যা দুই হাজারের বেশি। 

তবে সূত্র জানিয়েছে, মূল মার্কেটের মধ্যে বৈধ দোকান সংখ্যা মাত্র ৩৬৫টি।
fire_m1

এছাড়া মার্কেটের ভেতরে ও বাইরে অবৈধ দোকান সংখ্যা কত তার স্পষ্ট তথ্য জানাতে পারেননি কেউ।

এ বিষয়ে জানতে মার্কেটটির বর্তমান সভাপতি মিয়া চাঁনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

সূত্র জানিয়েছে, মার্কেটের মূল দোকানের বাইরে নিয়ম বহির্ভূতভাবে বেশ কিছু দোকান গড়ে তোলা হয়েছে। একইভাবে মার্কেটের বাইরে দুই সারি করে দোকান বসানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভোর রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটটির প্রায় ৯০ শতাংশ দোকান। 

কারই/এএস